শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

হোমনায় ইসলামী আন্দোলনের অধিবেশন ও কমিটি গঠন

  • আপডেট টাইম: সোমবার, ৩ মার্চ, ২০২৫

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি: গত ১লা মার্চ শনিবার সকাল ১০টা থেকে কুমিল্লার হোমনা উপজেলা ইসলামি আন্দোলনের দলিয় কার্যালয়ে মজলিশে সুরা অধিবেশন অনুষ্ঠিত হয় পীরজাদা আরিফুল ইসলামের সভাপতিত্বে; মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা বাহাউদ্দীন আশরাফ – সহ- সভাপতি ইসলামি আন্দোলন কুমিল্লা জেলা পশ্চিম।মাওলানা বশির আহমেদ সাবেক সভাপতি ইসলামি আন্দোলন কুমিল্লা জেলা পশ্চিম।
হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাহমুদি। সেক্রেটারি ইসলামি আন্দোলন কুমিল্লা জেলা পশ্চিম।
সালমান সাদি – সভাপতি ইসলামি যুব আন্দোলন হোমনা উপজেলা। মাওলানা মোঃ ফখরুল ইসলাম।
মাওঃ মোঃ আব্দুল্লাহ। জিয়াউর রহমান সাদি। মাষ্টার মোঃ আল আমিন শিক্ষক ঘাড়মোড়া স্কুল । প্রমুখ।
পরে ২০২৫ – ২৬ সেসনের ২১ সদস্য কমিটি থেকে ৪ জনের নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি হিসেবে নাম ঘোষনা করেন পিরজাদা মোঃ আরিফুল ইসলাম।

সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান সেক্রেটারি মোঃ ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ আল আমিন । অনুষ্ঠান শেষে দলটি মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে একটি মিছিল বের করে হোমনা পৌর এলাকার মূল মূল রাস্তাগুলো প্রদক্ষিণ করে সরকারি হাইস্কুল মাঠে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..