ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের আলাবস্কি বংশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে নতুন প্রতিষ্ঠিত সংগঠন “আলাবস্কি বাড়ি একতা ফাউন্ডেশন” এর উদ্যোগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ মার্চ) বিকালে দুদু মিয়া ব্যাপারি বাড়ির উঠানে এই মহতী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে নিয়ে রমজান মাসে প্রথমবারের মতো বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘মানিকপুর ‘আলাবস্কি বাড়ি একতা ফাউন্ডেশন’ প্রধান উপদেষ্টা মো. কবির হোসেন, মানিকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপদেষ্টা আবুল হাসেম, উপদেষ্টা হাজী তোতা মিয়া, উপদেষ্টা লিল মিয়া ,উপদেষ্টা হোসেন মিয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মাদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, সহসভাপতি অলি উল্লাহ প্রমুখ।
সংগঠনটির সদস্যরা জানান, ‘তাদের লক্ষ্য ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সমাজের মানুষের পাশে দাঁড়ানো যায়’।
আমন্ত্রিত অতিথি ও রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে সংগঠনের উপদেষ্টা মো. কবির হোসেন বলেন, এই প্রথম আমাদের বংশধরদের নিয়ে একসঙ্গে সম্মিলিতভাবে ইফতার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আয়োজনের জন্য যথেষ্ট জায়গাও ছিল। বিভিন্ন অতিথিরা এসেছেন, সব মিলিয়ে এইবারে প্রায় ৫০০-৬০০ এর বেশি লোক সমাগম হয়েছে এতেই আমি আনন্দবোধ করছি।
Leave a Reply