বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি সাইদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শহরের পথচারী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে পিকআপভ্যানে ঘুরে ঘুরে বিনামূল্যে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করছেন এমদাদুল হক সাইদ।

পবিত্র মাহে রমজানে বাঞ্ছারামপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে রোজাদারের পাশে থেকে পানিসহ ইফতার সামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ ও উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

এমদাদুল হক সাইদ জানান, পথচারী এবং নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ যাতে রোজা রেখে একটু ভালো ইফতার করতে পারে, সেজন্যই ব্যক্তিগতভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছেন তিনি। সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। এদিকে বিনামূল্যে বিশুদ্ধ পানিসহ সুস্বাদু ইফতার সামগ্রী হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে উঠে তৃপ্তির হাসি। ইফতারের আগ মুহূর্তে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে শ্রমিক, রিকশাচালক,, ভ্যানচালক, ট্রাকচালকসহ পথচারীরাও বাদ যায়নি ইফতার সামগ্রী বিতরণ থেকে। বিনামূল্যে ইফতার পেয়ে যেমন খুশি উপকারভোগীরা, তেমনি পৌরসভা জুড়ে প্রশংসায় ভাসছেন ভালো কাজের উদ্যোক্তা বিএনপির এমদাদুল হক সাইদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..