আশিকুর রহমান বাবু।। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সাথে উপজেলা ‘বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক’ সংগঠনের কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরাকে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক’ সংগঠনের কর্মীরা আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
ফেরদৌস আরা বাঞ্ছারামপুর উপজেলায় যোগদানের পর থেকে এলাকাবাসীর মধ্যে একটি নতুন আশার সঞ্চার হয়েছে। তার মেধা ও অভিজ্ঞতা উপজেলাকে আরও উন্নত এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়ক হবে বলে সবাই আশাবাদী।
নতুন ইউএনও হিসেবে তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জনসেবায় নতুন মাত্রা যোগ করবেন। বাঞ্ছারামপুর উপজেলায় তার কার্যকালীন সময়ে নতুন উদ্যোগ এবং উন্নয়নের ধারায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
‘বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক’ সংগঠনের কর্মীরা শুভেচ্ছা বিনিময় কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি আপনাদের সহযোগীতা নিয়ে সুন্দর ভাবে কাজ করতে চাই সে ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এ সময় উপজেলা প্রশাসন ও বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক’ সংগঠনকে সকল প্রকার ভাল কাজের সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন।’
Leave a Reply