শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

নীলফামারীতে দু’দিন ব্যাপী তথ্যমেলায় ৪৪ টি সরকারি-বেসরকারি দপ্তরের সেবা মিলছে

  • আপডেট টাইম: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রির্পোটার,নীলফামারী।। নীলফামারী জেলা শহরের শহীদ মিনার মাঠে দুইদিন ব্যাপী তথ্য মেলায় এ জেলার ৪৪টি সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্য ও সেবা পাওয়া যাচ্ছে। শহর ও গ্রামের মানুষজন তথ্য ও সেবা পেতে মেলায় ভিড় করছে।

আজ সোমবার ( ৯ ডিসেম্বর) সকাল ১০টায় তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণের তথ্য অধিকারকে সুপতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিসহ অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী তথ্যমেলার অনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারীর যৌথ উদ্যোগে এ মেলার অয়োজন করা হয়। ফিতা কেটে তথ্যমেলার শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শণ করেন এবং সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সকল তথ্য স্ব-প্রণোদিতভাবে প্রকাশ ও প্রচার নিশ্চিত করার আহবান জানান। এরপর, মেলা প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী স্বাক্ষর প্রদান করেন জেলা প্রশাসকসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

এর আগে, আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, নীলফামারী, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর, দুপ্রক এবং সনাক এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও দুর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক-আল-মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসনারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল হক, সনাক সভাপতি মো. আকতারুল আলম বক্তব্য রাখেন। দুর্নীতিকে ঘৃণা করার আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, বিশেষ পরিচয় ছাড়া সাধারণ নাগরিকের জন্য সকল সেবা নিশ্চিত করতে হবে; বৈষম্যবিরোধী চেতনার মূল চেতনা পূরণে সকলকে সচেষ্ট থাকতে হবে।

তথ্য মেলার প্রথম দিন ‘‘তথ্যের অবাধ প্রবাহই পারে দুর্নীতি রুখতে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নীলফামারী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ এর দুটি চৌকস দল। মেলায় সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হচ্ছে। এছাড়া মেলায় দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও বিকালে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা।

তথ্য মেলার শেষ দিন আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) মেলা চত্বরে অনুষ্ঠিত হবে গণশুনানি। এতে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি তাদের সেবাসংক্রান্ত বিষয় উপস্থাপন করবেন এবং উপস্থিত নাগরিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। এ ছাড়া চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..