হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: চাঁদাবাজদের কোন দল নেই তাদের পুলিশে দিন কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে মঙ্গলবার বিকেলে ১৮ মার্চ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি আরও বলেন বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক কারবারী,অবৈধ কাজ করলে তাদের দল থেকে বহিষ্কার হতে হবে,তাদের বিএনপিতে কোন স্থান নেই। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।
আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বিএনপি ক্ষমতায় এলে হোমনা মেঘনায় উন্নয়ন হবে। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
আসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল গণির সভাপতিত্বে; আসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক (ভি.পি মুকুল),পৌর বিএপির সভাপতি মো.ছানাউল্লাহ সরকার,সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম,বিএনপি নেতা ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল সহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply