শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’-এই প্রতিপাদ্যে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিভিন্ন শিশু সদন, এতিমখানা ও মাদ্রাসায় এ উপহার পৌঁছে দেয়া হয়েছে। বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, আমাদের সংগঠন থেকে পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসাতে ঘুরে এতিম শিশু খুঁজ করে এক সাথে ইফতার করা হয় এবং পাঞ্জাবি পায়জামা টুপি বিতরণ করা হয় তাদের মুখে এবং চোখে আনন্দের হাসি দেখে বুঝা গেছে তাদের ঈদের আমেজ দিগুন হয়ে গেছে উপহার সামগ্রী পেয়ে। এ কার্যক্রমের আওতায় এরই মধ্যে কয়েকশ’র বেশি শিশুর হাতে পৌঁছে দেয়া হয়েছে ঈদের নতুন পোশাক।

মানুষের জীবন বাঁচাতে সর্বদা নিয়োজিত বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক৷ সামাজিক কাজেও থাকে তাদের তৎপরতা। এরই ধারাবাহিকতায় এবার এতিম শিশুদের ঈদ উপহার দিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে করানো হয়েছে ইফতার।

উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় শতাধিক শিশুদের নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিল। পরে তাদের ঈদ উপহার হিসেবে দেয়া হয় পাঞ্জাবি, পায়জামা, টুপি।

ঈদ উপহার পেয়ে শিশুদের চোখে মুখে দেখা যায় আনন্দের বন্যা। শিশুরা বলেন, ‘ ঈদে নতুন কাপড় পাওয়ার আশা ছিল না, তবে আশার বাতিঘর হয়ে দাঁড়াল বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক। আমাদের ঈদ আনন্দ এখন দ্বিগুণ হয়ে গেল। শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ রাসেল, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোরশেদ আলম, বাঞ্ছারামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ইসলামি হাসপাতালের কর্ণধার মোশাররফ হোসেন, সহকারি শিক্ষক আল মামুন মিঠু এবং বিভিন্ন ডায়গনস্টিক সেন্টার এর প্রতিনিধি সহ আরো অনেকে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম বলেন, বাঞ্ছারামপুর ব্ল্যাড ব্যাংকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার, শিশুদের হাসি দেখে মন ভরে গেল, তারা বরাবরই এমন কাজ করে আসছে, আমাদের সহযোগিতা থাকবে সব সময় এই সংগঠনের মানবিক সব কাজে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..