অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রায় ছয় মাস চেষ্টার পরে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
যুক্তরাজ্যের বার্মিংহামের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দিয়ে পেশাদার ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র পেলেন সাকিব।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল।
এরপর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবকে সব ধরনের পেশাদার ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করে।
এর আগে সাকিব বার্মিংহামের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে ও চেন্নাইয়ে একটি ল্যাবে পরীক্ষা দিয়ে সফল হননি।
এবারে সাকিব পেলেন বোলিং করার অনুমতি। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে তার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাধা থাকছে না।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব আল হাসান।
সাকিব বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিন বোলার। ক্যারিয়ারে তিনি ২৪৬টি টেস্ট, ৩১৭টি ওয়ানডে ও ১৪৯টি টি২০ উইকেটের মালিক।
Leave a Reply