প্রিয় পাঠক পঠিকা আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহ। আশা করি সকল পাঠক পঠিকা অনেক ভালো আছেন। আজ আপনাদের সামনে যে বিষয়টি উত্থাপন করব সেটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
বর্তমানে বাংলাদেশে আমরা সবাই বিদ্যুৎ ব্যবহার করে থাকি।
বিদ্যুৎ ছাড়া আমাদের নিত্য দিনের অনেক কাজই হবে না বলেলই চলে।
বিদ্যুৎ আমাদের জীবনের একটি মৌলিক চাহিদা হয়ে গিয়েছে!
এবং আমরা যেহেতু বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে সেহেতু এটার জন্য প্রতি মাসেই আমাদেরকে বিদ্যুতের বিল পরিশোধ করতে হয়।
বিদ্যুৎ ব্যবহার এর ওপর ভিত্তি করে বিল আসে।
এবং কয়েকদিন পর বিল এর নোটিশ আসে এবং আমরা পরিশোধ করতে হয়।
কিন্তু আমাদের অনেকেরই অজানা কিভাবে বিদ্যুৎ ব্যবহার করে হিসাব করতে হয়।
আমরা আপনাদেরকে আজ এই প্রতিবেদনটি তাদের জন্যই যারা বিদ্যুৎ বিল এর হিসাব সম্পর্কে মোটামুটিও ধারনা নেই বলেলই চলে।
আমাদের সমাজের সাধারণ মানুষ অনেকেই মনে করি বিদ্যুৎ বিল এর হিসাব করাটা ঝামেলার বিষয়।
কিন্তু আমরা জানি না এটা প্রকৃতপক্ষে খুবই সহজ একটা বিষয়।
কেউ যদি একবার মিটারের হিসাব করার নিয়মটা বুঝে যায় তাহলে খুব সহজ একটা বিষয় বলে মনে হবে আপনার।
এবং এর জন্য আমাদের মিটারের রিডিং সম্পর্কে ও সেই সাথে বিদ্যুতের পর ইউনিট জানাটা দরকার।
পূবের মিটার ছিল অ্যানালগ আর এখন ডিজিটাল।
লক্ষ করুণ মিটারে একটা চাকতি বারবার ঘুরতে থাকে এবং কতগুলো সংখ্যা পরিবর্তন হয় কিছুক্ষণ পর পর।
কিন্তু সারাদেশের মিটার সব ডিজিটাল মিটার হয়ে যাচ্ছে।
যখনই, KWH ভাসে, ঠিক তখন ঐ নম্বরগুলো” ই হচ্ছে ব্যবহারকৃত ইউনিট যেইগুলো দিয়েই বিল হিসাব করা হয়ে থাকে।
যেমন মিটারে যদি উল্লেখ থাকেন তাহলে অবশ্যই দেখবেন যেমন, 50 KWH,তাহলে আপনার ব্যবহৃত ইউনিটগুলো হচ্ছে ৫০ অথবা ৬০।
এখন ধরে নেন প্রতি ইউনিটের দাম যদি ৪ অথবা ৫ টাকা করে হয় তাহলে ৫০ অথবা ৬০ ইউনিটে হবে ৫০*৪ = ২০০ বা ৬০*৫=২৫০ টাকা।
এখন ধরেন এই ,KWH আপনার মোট ব্যবহৃত ইউনিট দেখাবে মিটারে।
অর্থাৎ আমাদের বিদ্যুৎ ব্যবহার শুরু থেকে নিয়ে বর্তমান পর্যন্ত ব্যবহৃত মোট ইউনিট গুলো দেখাবে যাবে।
ঠিক তখন এইক্ষেত্রে আমরা যদি আমাদের চলতি মাসের হিসাব বের করতে চান তাহলে বর্তমান রিডিং থেকে পূর্ববর্তী রিডিং বাদ দিতে হবে।
এখন আমরা বিল হিসাব করলে পেতে পারি:
৯৩*৪= ৩৭২ টাকা (৪টাকা/ইউনিট ধরে)
অর্থাৎ আপনার ঐ মাসের বিদ্যুৎ বিল আসলো ৩৭২ টাকা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবে এমনটা হয় না।
এর মাঝেও আরও একটু নিয়ম রয়েছে যা পরবর্তীতে জানানো হবে।