জুনায়েদ আহমেদ, হোমনা, কুমিল্লা।। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর ইঞ্জিনিয়ার মো. শাহ আলী (সিআইপি)কে সংবর্ধনা দিলেন জগন্নাথকান্দি গ্রামবাসী।
জগন্নাথকান্দি নূরে মদিনা মাদ্রাসা ও এতিম খানা মাঠে গ্রামবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে এলাকার বিভিন্ন স্তরের মানুষ গৌরীপুর বেইলি ব্রীজ থেকে শতাধিক মোটরসাইকেল, সিএনজি ও প্রাইভেটকারে বিশাল শোভাযাত্রার মাধ্যমে উদিয়মান তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. শাহ আলী সিআইপিকে বরণ করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন এসলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মো. শাহ আলী সিআইপি।
তরুণ সমাজ সেবক গোলাম আজমের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথাকান্দি ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শহীদ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, মাদ্রাসার সভাপতি মোয়াজ্জম হোসেন ভূঁইয়া, ডা. মোবারক হোসেন , মোঃ আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, সাবেক মেম্বার মোঃ শাহজাহান শাজু, বিমল চন্দ্র শীল, মোঃ জাহাঙ্গীর আলম কাজী মেম্বার, মোঃ শহীদুল্লাহ, হাজ্বী আব্দুল মতিন, মোঃ মনির হোসেন, মো.মহিউদ্দিন, মোঃ নাছির উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ খলিলুর রহমান, শাহ আলম, মোঃ মাইনুদ্দিন মাস্টার, সাদ্দাম, আনিছ, রবিউল, সাইদুল ইসলাম প্রমূখ।
ইঞ্জিনিয়ার মো. শাহ আলী বলেন, আমার এলাকায় টাকার অভাবে কেউ যেনো পড়াশোনা বন্ধ না করে,আমি যতদিন বেচে থাকবো এতিম, গরীব শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ৪ বছর বয়সে আমার বাবা মারা যায়,আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি।আমি আমার সাধ্যমত গরীব দুখী মানুষের পাশে আছি
Leave a Reply