বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম

মেজাজ হারালেন সোনাক্ষী, বললেন এবার থামুন

  • আপডেট টাইম: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সহজে মেজাজ গরম করেন না। ক্যামেরাম্যানদের সঙ্গেও ভালো সখ্য তার। তবে এবার মেজাজ হারালেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। সেখানে দেখা যায়, সোনাক্ষী এবং তার স্বামী জহির ইকবাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রবেশ করেছেন। তখন থেকে এক ক্যামেরাপারসন তাকে অনুসরণ করতে শুরু করেন। শুরু হয় একের পর এক ছবি তোলা। তিনি যেখানে যাচ্ছেন ছবি তুলছেন।

সোনাক্ষী প্রথমে হাসিমুখেই চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে মেজাজ হারালেন।  ভিডিওতে বলতে শোনা যায়, এবার আপনি থামুন! অনেক হয়েছে। তারপরই ওই ক্যামেরাম্যানের উদ্দেশে হাত জোর করে অনুরোধ করেন। পরে বলিউড অভিনেত্রীর আচরণ দেখে সেখান থেকে সরে যান ছবি শিকারিরা।

সাত বছরের সম্পর্ক শেষে ২০২৪ সালের জুন মাসে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..