শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা চলছে : ব্যারিস্টার অপু কুড়িগ্রামে কলেজ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা ও সম্পত্তি ক্রোক নাসিরনগরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার প্রথমবার সর্ববৃহৎ ‘ড্রোন শো’ দেখলেন লাখো দর্শক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের ঈদ উপহার বিতরণ বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি সাইদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ মানিকপুর আলাবস্কি বাড়ি একতা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিমান হামলার পর গাজায় স্থল অভিযান জোরদার ইসরাইলের অবশেষে বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন সাকিব আল হাসান

পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা চলছে : ব্যারিস্টার অপু

  • আপডেট টাইম: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সুপ্রিম কোর্টের আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান (অপু) বলেছেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দেন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দেন।

বুধবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার অপু বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকি মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলিমের বিভেদ চাই না। সবাই মিলে শান্তিতে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি অতীতে সরকারে ছিল তাই সরকার কীভাবে পরিচালনা করতে হয় আমরা জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।’

নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার অপু বলেন, ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই। আমাদের মার্কাটা হলো ধানের শীষ।’

জুলাই সনদ নিয়ে ব্যারিস্টার অপু বলেন, ‘কঠিন শব্দ জনগণ কম বোঝে, তারপরও এটা করা হবে। সবাই যারা একমত হয়েছে তা নিয়ে সনদ হবে। সনদ হচ্ছে, ঘরের নতুন টিন লাগানোর মতো। ঘরের চালে নতুন টিন লাগানো হচ্ছে, দরজায় কব্জা লাগাতে হবে- জং ধরেছে সংস্কারও তাই। দেশের রাজনীতি সংস্কার করতে হবে সেজন্যই সংস্কারে আগ্রহী বিএনপি।’

সংস্কার প্রস্তাবে যেগুলোতে একমত হয়েছে বিএনপি সেগুলোতে স্বাক্ষর হবে আর যেগুলো হয়নি সেগুলো জনগণের কাছে যেতে হবে- তাদের সমর্থন লাগবে বলে জানান ব্যারিস্টার অপু।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জনসংযোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা জানান, জনসংযোগের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইউনিয়নের হোসেনপুর, বটতলী বাজার, হায়দরনগরে গ্রামে প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর জনগণের কাছে দলীয় নেতা কর্মীরা জোরদার প্রচারনা মাধ্যমে ৩১ দফা তুলে ধরেন।

এদিকে, নির্বাচনী মাঠে প্রধান প্রধান দলগুলোর এমন সরব উপস্থিতি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..