কাজী খলিলুর রহমান: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ ) উপজেলা সদরে মানববন্ধন করেন তারা।
এসময় বক্তারা দেশব্যাপী চলা ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানান। অবিলম্বে এই নিপীড়ন বন্ধের কথা জানিয়ে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। আর কোনো নৈরাজ্যমূলক ঘটনা না ঘটুক। কোনো মা-বোন রাস্তায় লাঞ্ছনার শিকার না হয়ে নিরাপদে চলা ফেরা করুক। আর কোনো নারীর মুখে আমরা ধর্ষণের চিৎকার শুনতে চাই না।
ধর্ষণ বন্ধ না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বাঞ্ছারামপুরের নিরাপত্তা নিয়ে তারা বলেন, আমাদের বাঞ্ছারামপুরে যেন কোনো নারীর চিৎকার না শুনতে হয়। যদি কোনো নারী নিরাপত্তাহীনতায় ভোগে তবে আমরা তা কঠোর হস্তে প্রতিহত করবো। এই উপজেলা হবে শান্তির জায়গা।
মানববন্ধনে বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিফাত আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএ শাওন,পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাওন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ, ছাত্রদল নেতা ইমন, সোহাগ, মেহেদী, রাসেল, আশিক, জামির, কাউসার, আকরামুল, আসিফ প্রমুখ।
Leave a Reply