বিপ্লব ঘোষ নবাবগঞ্জ, ঢাকা: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবী ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা।
সোমবার (১০ মার্চ) বিকাল আড়াইটায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ব্যানার, প্ল্যাকার্ডসহ বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে মাইকে নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন বন্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক সাকিল আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোসাব্বিরুল নিহান, সদস্য সচিব ইশরাত জাহান রুমী, মূখ্য সংগঠক তুহিন প্রমুখ।
Leave a Reply