শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

জমি নিয়ে বিরোধ: একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
জমি নিয়ে বিরোধ: একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

জিয়াউল হক, নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল। বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুর ১টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সুখিনীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কবির তালুকদার (৫৪), তার স্ত্রী খাদিজা বেগম (৪৮) ও পুত্র ইমন তালুকদার (২০)।

`আহত কবির তালুকদারের ছেলে ইমন তালুকদার বলেন, ‘উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সুখিনীলগঞ্জ গ্রামের আরিফ তালুকদারের সাথে আমাদের পরিবারের জমাজমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার আরিফ তালুকদারের নেতৃত্বে রানা তালুকদার, রেহেনা বেগমসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তাদের জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের চেষ্টা করে। এসময় বাঁধা দিলে হামলা চালিয়ে তারা আমাকে ও আমার বাবা কবির তালুকদার, মা খাদিজা বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা আমার বাবা ও মায়ের হাত ভেঙে দেয়। যাবার সময় হামলাকারীরা ঘরের দরজা আটকে দিয়ে চলে যায়। জীবন বাঁচাতে তারা ৯৯৯ এ ফোন দিলে বাকেরগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা মামলা দায়ের করব।,’

`বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।,’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..