কাজী খলিলুর রহমান: বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে পুনরায় আমির নির্বাচিত হয়েছেন মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশার। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি: শামীম নূর ইসলামকে উপজেলা সেক্রেটারী এবং মাওলানা মো. আলাউদ্দিন সাদীকে সহকারী সেক্রেটারী হিসেবে মনোনীত করেন।
বুধবার (৫ মার্চ) সকাল ১২ টায় উপজেলা কার্যালয়ে মজলিসে শুরা ও কর্মপরিষদের সভায় জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দের সভাপতিত্বে কর্মপরিষদের বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধায় ফলাফল ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর।
জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ বলেন,”আমরা একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটি আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো ইসলামী মূল্যবোধ ও নীতিমালা প্রতিষ্ঠা করা এবং সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার,শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা। নতুন কমিটি এই লক্ষ্য অর্জনে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন,”আমাদের সংগ্রাম শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি আদর্শিক সংগ্রাম। আমরা চাই আমাদের সমাজে ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠা হোক। নতুন কমিটির দায়িত্ব হবে এই আদর্শকে সামনে রেখে জনগণের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব,ঐক্য ও সংহতি গড়ে তোলা। এ জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম বলেন,”বর্তমান সময়ে আমাদের সমাজে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও সংঘবদ্ধ হতে হবে।
নতুন কমিটি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হলো একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারবে। আমরা একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটি আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply